শার্শা উপজেলা পরিষদ নির্বাচনে
দোয়াত কলমের সোহারাব হোসেন বিজয়ী
দ্বিতীয় ধাপের ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে শার্শা উপজেলা পরিষদ নির্বাচন শান্তি পূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়। ভোটার উপস্থিতি কম হলেও ভোটের পরিবেশ ছিল শান্তি পূর্ন ও নিরাপত্তাব্যবস্থায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কড়া নজরদারী ছিল চোখে পড়ার মত।
২১শে মে মঙ্গলবার সকাল ৮ থেকে বিকাল ৪টা পযর্ন্ত.বিরতিহীন ভোট গ্রহণ চলে। বেসরকারী ভাবে ভোটের ফলাফল অনুযায়ী নির্বাচিত হয়েছেন যথাক্রমে
উপজেলা চেয়ারম্যান পদে সোহারাব হোসেন দোয়াত কলম ৩৭৫৭০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন. তার নিকটতম প্রতিদ্বন্দ্বি অহিদুজ্জামান অহিদ আনারস পেয়েছেন ১২২৯১.আব্দুল মান্নান মিন্নু মোটরসাইকেল৩৯২৯ ও অধ্যক্ষ ইব্রাহিম খলিল ঘোড়া ১৭৯১ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে আব্দুর রহিম সরদার তালা২২৯৮৭ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন. তার নিকটতম প্রতিদ্বন্দ্বি শফিকুল ইসলাম মন্টু চশমা ১৪৪৫৯
সরদার শাহরিন আলম বাদল টিউবওয়েল১৩৮৬৬ ও তরিকুল ইসলাম মিলন টিয়া পাখি ৪২১৪ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী
শামীমা খাতুন সালমা কলস৪২৬২৩ ভোট পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি
আলেয়া ফৈরদৌস হাস৭৭২৯ ও নাজমূন নাহার ফুটবল ৫১৬১ পেয়েছেন। মোট পাশের হার১৮.৬৩℅।
১০২ কেন্দ্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী সহকারী রিটার্নিং কর্মকর্তা এই ফলাফল ঘোষণা করেন।
এই উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯৯ হাজার ১১১। এর মধ্যে পুরুষ ১ লাখ ৫০ হাজার ১৯৯ ও মহিলা ১ লাখ ৪৮ হাজার ৯১০ জন ভোটার। ১০২ প্রিজাইডিং অফিসার, ৮১৪ সহ প্রিজাইডিং অফিসার ও ১ হাজার ২৬৮ পোলিং অফিসার দায়িত্ব পালন করেন।