দেবহাটায় উপজেলা পরিষদ নির্বাচনে
হেলিকপ্টার প্রতিকের পোলিং এজেন্টকে ঢুকতে না দেয়ার অভিযোগ
সাতক্ষীরার দেবহাটা উপজেলা পরিষদ নির্বাচনে হেলিকপ্টার প্রতীকের পোলিং এজেন্টদের কেন্দ্রে ঢুকতে না দেয়ার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২১ মে) ভোট গ্রহণের দিন সকালে উপজেলার দেবী শহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
অভিযোগ উঠেছে প্রতিপক্ষের কর্মীসমর্থকরা ভোটকেন্দ্রে ঘেরাও করে রাখেন। এসময় হেলিকপ্টার প্রতিকের পোলিং এজেন্টরা ভোটকেন্দ্রে ঢুকতে চাইলে বাঁধা দেওয়া হয়।
এব্যাপারে দেবীশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং কর্মকর্তা ফরিদ হোসেন বলেন, ভোট কেন্দ্রের বাইরে কী ঘটেছে সেটা সমন্ধে অবগত নন তিনি৷
অপর এক প্রশ্নের জবাবে তিনি জানান, আমার কাছে হেলিকপ্টার প্রার্থীর কোন এজেন্ট ফরম জমা দেয়নি। এজন্য বুথগুলোতে ওই প্রতিকের প্রার্থীর এজেন্ট
নেই। তবে বিষয়টি সমন্ধে প্রার্থী অভিযোগ দেয়ার পরে এজেন্টদের আসতে বলা হয়েছে।
এব্যাপারে হেলিকপ্টার প্রতিকের উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আল ফেরদাউশ আলফা বলেন, ভোটকেন্দ্রে প্রভাব সৃষ্টি করতে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকেরা এঘটনা ঘটিয়েছে। শুধু দেবীশহর না আরও অনেক জায়গাতে ভোটকেন্দ্র দখলের পায়তারা করছে মোটর সাইকেল প্রতিকের প্রার্থীর কর্মীসমর্থকরা বলে জানান তিনি।