ভোটারদের ভয় দেখালে প্রার্থিতা বাতিল করা হবে: ইসি রাশেদা

প্রার্থী কারও বলয়ের মধ্যে গিয়ে ভোটারদের ভয় দেখালে, তার প্রার্থিতা বাতিল করা হবে — এমনটা জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। শুক্রবার (২৪ মে) বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে এক মতবিনিময় সভা শেষে এ কথা বলেন তিনি।

ইসি রাশেদা সুলতানা বলেন, প্রার্থীরা ভোটারদের বলয়ের মধ্যে থাকবেন। ভোটারদের সাথে প্রার্থীদের ভালো সম্পর্ক নেই। এ সময় প্রার্থীদের ভোটারদের কাছে যাওয়ারও পরামর্শ দেন তিনি। এছাড়া প্রতিপক্ষ প্রার্থীকে আক্রমণ করে কথা না বলা ও আচরণবিধি মেনে প্রচার-প্রচারণা চালানোর কথাও বলেন তিনি।

রাশেদা সুলতানা আরও বলেন, কোথাও কোথাও সংসদ সদস্য ও মন্ত্রীদের উপজেলা ভোটে প্রভাব বিস্তারের মানসিকতা দেখা গেছে। সংসদ সদস্যরা উপজেলা নির্বাচনে কোনো প্রার্থীর পক্ষে প্রচারণা করতে পারবেন না। কেউ এটি করলে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

মতবিনিময় সভায় বগুরা জেলা প্রশাসক সাইফুল ইসলামসহ জেলার ছয় উপজেলার চেয়ারম্যান প্রার্থীরা উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *