ঘূর্ণিঝড় ‘রিমাল’ স্থল নিম্নচাপে পরিণত, মহাবিপদ সংকেত নামিয়ে সতর্কতা জারি

ঘূর্ণিঝড় ‘রিমাল’ শক্তি হারিয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। এই মূহুর্তে যশোর ও তার নিকটবর্তী জায়গায় অবস্থান করছে। সোমবার (২৭ মে) বিকেল নাগাদ রাজধানী ঢাকার আশপাশ দিয়ে সিলেট হয়ে বাংলাদেশ অতিক্রম করবে ‘রিমাল’।

ঘূর্ণিঝড় ‘রিমাল’র প্রভাবে সর্বোচ্চ ২২০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রামে। সর্বোচ্চ ঘণ্টায় ১১১ কিলোমিটার বাতাসের গতিবেগ ছিল পটুয়াখালীর খেপুপাড়ায়।

আবহাওয়া অফিম জানিয়েছে, আগামীকাল মঙ্গলবার নাগাদ বাংলাদেশ অতিক্রম করবে ‘রিমাল’। বৃষ্টিপাতে ঘূর্ণিঝড়টি দূর্বল হচ্ছে। এটি দুর্বল হয়ে পড়ায় পায়রা ও মংলা সমুদ্রবন্দরে ১০ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে স্থানীয় ৩ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *