কলারোয়া উপজেলা পরিষদ নির্বাচনে

আবারো চেয়ারম্যানের চেয়ারে লাল্টু,

কলারোয়া উপজেলা পরিষদ নির্বাচনে আবারো চেয়ারম্যান পদে আমিনুল ইসলাম লাল্টু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

আজ বুধবার (২৯ মে) রাতে উপজেলা রির্টানিং অফিস থেকে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করা হয়। কলারোয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীক নিয়ে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু ৪৭ হাজার ৮৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীক নিয়ে উপজেলা আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেন লাল্টু পেয়েছেন ৪২ হাজার ৭৪১ ভোট।

এছাড়া চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীকের আনারুল ইসলাম পেয়েছেন ৭৯৪ ভোট। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ৪৬ হাজার ৪৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শেখ ইমরান হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫০ হাজার ৬১৮ ভোট নির্বাচিত হয়েছেন সেলিনা আনোয়ার ময়না।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *