গানের টাকা হারাম, এজন্য না খেয়ে বাড়ি তৈরি করছি: আলি হাসান

বাবার অসুস্থতার কারণে নারায়ণগঞ্জের পারিবারিক হার্ডওয়্যারের দোকানের হাল ধরেছিলেন র‍্যাপার আলী হাসান। তবে লোকসানের মুখে বহু বছরের স্মৃতিবিজড়িত সেই ব্যবসা আট মাস আগে গুটিয়ে নিতে হয়েছে তাকে। ব্যবসা করতে গিয়ে নিজের জীবনের বাস্তবতা গানে গানে তুলে এনেছেন তিনি। হাসানের কথা ও সুরে ‘ব্যবসার পরিস্থিতি’ শিরোনামে একটি গান করে রাতারাতি আলোচনায় আসেন আলি হাসান।

এরপরে গান তাকে নানাভাবেই পরিচিতি এনে দেয়। সম্প্রতি আলি হাসান গানকে হারাম বলে আলোচনায় এসেছেন। এ নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে।

একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে এসে আলি হাস্না বলেন, গান বাজনার টাকা হারাম। এতে কোনো হাদিস চলব না, যেটা হারাম সেটা হারামই। আমার অটো বিজনেসের টাকা হালাল। সংগীত থেকে আয় হারাম। তাই বিজনেসের টাকায় (হালাল আয়ে) বাজার সদাই করি, আর মিডিয়ার টাকায় (হারাম আয়ে) বিল্ডিং খিচি (বাড়ি করি)। মিলাই ঝুলাই করতেছি!

ওই টেলিভিশনের উপস্থাপক আরজে কিবরিয়া প্রশ্ন করেন, আপনি এতো বড় স্টার হয়ে গেছেন বৌ কিছু বলে না যে তুমি বড় স্টার হয়ে গেছ? আলি হাসান জবাব দেন আমার বউ ধার্মিক, আমার বাবা-মাও ধার্মিক। সবাই নামাজ কালাম নিয়ে আছেন। আমার বৌ মাদরাসার।

এই অনুষ্ঠানে আলি হাসান জানান গান নিয়ে তার পরিবারে ঝামেলা হয় না। ২০১০ সাল থেকে র‍্যাপ গানের সঙ্গে যুক্ত হাসান, বেশ কয়েকটি কনসার্টে গান পরিবেশন করেছেন তিনি। সম্প্রতি কোক স্টুডিওর গানেও অংশ নিয়েছেন এই র‍্যাপার।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *