নাভারনে নামাজ শেষে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় নিহত ২
ফজরের নামাজ শেষে বাড়ী ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নাসির উদ্দীন (৬৮) ও আলী বক্স(৬৫) নামে দু’জন নিহত হয়েছে।
৪ই জুন মঙ্গলবার ভোরে যশোর- বেনাপোল মহাসড়কের নাভারন হক কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাসির উদ্দীন হলেন উত্তর বুরুজবাগান গ্রামের মৃত সুলতান আহম্মেদের ছেলে।তিনি নাভারন কলেজের ইসলামি শিক্ষা বিভাগের অবসারপ্রাপ্ত সহকারি অধ্যাপক ছিলেন।
অপর জন হলেন আলী বক্স ঝিকরগাছার উপজেলার শার্শার নাভারনের পাশে গোডাউন কলোনী এলাকার মৃত শামসুল গাজীর ছেলে।তিনি জাপান বাংলাদেশ কোম্পানির নাইটগার্ড হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, তারা দুজন প্রতিদিন ভোরে বাড়ি থেকে বের হয়ে মসজিদে জামায়াতে নামাজ আদায় করতেন।
মঙ্গলবার ফজরের নামাজ শেষে যশোর -বেনাপোল মহাসড়ক দিয়ে হেটে বাড়ী ফিরছিলো।এসময় পেছন দিক থেকে আসা বেনাপোলগামী মালবাহী একটি কাভার্ড ভ্যান তাদেরকে ধাক্কা দেয় । এতে তাদের মাথা ফেটে যায় এবং গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের কে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নাভারনে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষনা করেন।
নাভারন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জয়ন্ত কুমার দাস জানান,মরদেহ গুলো ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।