শার্শায় প্রতিপক্ষের হামলায় একই পরিবারে আহত ৩
বেনাপোল প্রতিনিধিঃ শার্শায় ফসল খাওয়ানো কে কেন্দ্র করে গোলযোগে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের মহিলা সহ ৩ জন আহত হয়েছে।
৮ ই জুন শনিবার সকালে যশোরের শার্শা উপজেলার মাটিপুকুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, মাটিপুকুর গ্রামের মৃত আব্দুল হকের ছেলে মিজানুর রহমান (৪৮), ও তার স্ত্রী জাহানারা বেগম ৪০, তাদের স্কুল পড়ুয়া ছেলে রাকিব( ১৬)।
আহতরা জানান, ঘটনার দিন সকালে তাদের জমিতে লাগানো ঘাস খাচ্ছিল পাশের বাড়ির আতিয়ারের পোষা গরু, ছাগল। এসময় গরু, ছাগল ধরে ফেলাই, উভয় পক্ষের মধ্যে তর্ক বিতর্কের এক পর্যায়, একই গ্রামের আতিয়ার রহমান (৬০), তার ছেলে কবির হোসেন (৩২)ও তাদের পরিবারের ৫/৭ জন, সংঘ বদ্ধ হয়ে তাদের উপর আর্তকিত হামলা চালিয়ে রড হাতুড়ি দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করে। এ সময় এলাকাবাসী ছুটে এসে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।