শার্শায় আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে যশোরের শার্শায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আগামী ২৩ জুনকে ঘিরে আজ ২১শে জুন (শুক্রবার) বিকাল ৪ টায় শার্শা উপজেলা অডিটোরিয়ামে সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জুর সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব শেখ আফিল উদ্দীন এমপি।
এ সময় আরো উপস্থিত ছিলেন নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান সোহরাব হোসেন, ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম সরদার, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আলম সালমা, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জেলা পরিষদের সদস্য সালেহ আহমেদ মিন্টু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক যশোর জেলা পরিষদ সদস্য ও নাভারন ডিগ্রি কলেজের অধ্যক্ষ ইব্রাহীম খলিল সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সভাপতি, সম্পাদক সহ শার্শা উপজেলা আওয়ামী লীগের উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতা কর্মীবৃন্দ।