কলারোয়া থানা মোড়স্থ ব্যবসায়ীদের উদ্দ্যোগে দোয়া ও আলোচনা সভা
সাতক্ষীরার কলারোয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহানায়ক আবু সাইদসহ সকল বীর শহীদদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ আগস্ট) দুপুর ২টায় ফ্রেন্ডস্ স্পোর্টিং ক্লাবে আব্দুর রশিদ কচি’র সভাপতিত্বে কলারোয়া থানা মোড়স্থ ব্যবসায়ীদের উদ্যোগে উক্ত অনুষ্ঠান সম্পন্ন হয়।
এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন কলারোয়া থানা মসজিদের খতিব প্রভাষক মুহাঃ আসাদুজ্জামান ফারুকী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলা সমন্বয়ক সায়্যিদ হাসানুল বান্না, উপজেলা কমিটির সদস্য মো: ইফতেখার মাহমুদ,বোরহান সাদিক,তৌফিক মাহমুদ,মাহফুজুর রহমান শিশিরসহ অন্যন্যরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন,দীর্ঘদিন পর আমরা বাক স্বাধীনতা ফিরে পেয়েছি।স্বাধীনভাবে নিজেদের মত প্রকাশ করতে পারছি।আমরা আমাদের এই অধিকার আর হারাতে চাইনা। একটি স্বৈরশাসক পালিয়েছে।আমরা চাইনা আর কোন স্বৈরশাসক আমাদের প্রিয় মাতৃভূমি শাসন করুক।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কলারোয়া আলিয়া মাদ্রাসার আরবি বিভাগের সহকারী অধ্যাপক মাওলানা তৌহিদুর রহমান।