নাভারণ-খাশখালী সড়কে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল

যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারন পুরাতন বাজার- খাশখালী সড়কের ৭ কিলোমিটার রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে এবং মরন ফাদে পরিনত হয়েছে। সরেজমিনে দেখা যায়, এই রাস্তার অধিকাংশ জায়গাই ভেঙ্গে ও ইট, পিচ উঠে গিয়ে বড়,বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও পিচের চিহ্ন নেই।রাস্তা দিয়ে ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে পথচারীদের। এই রাস্তা দিয়ে মূমূর্ষ রোগী নিয়ে যেতেও, চরম হুমকির মুখে পড়তে হচ্ছে। এই রাস্তা দিয়ে রুগী বহন করে থানা সদরে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে বাচাতে গিয়ে অভিভাবকদেরও রুগী হতে হচ্ছে, অনেক সময়। শিমুলিয়া ইউনিয়নের প্রায় দশটি গ্রামের জনসাধারণের নাভারন বাজারের যাতায়াতের একমাত্র পথ এটি। এই রাস্তা শার্শা উপজেলা থেকে ঝিকরগাছার যোগাযোগের জন্য বাইপাস হিসেবে ব‍্যবহার করা হয় ও পার্শ্ববর্তী চৌগাছা উপজেলার সাথে সহজ এই পথটি। দীর্ঘদিন যাবৎ জরাজীর্ণ অবস্থায় আছে, সংস্কারের জন্য কোন উদ্যোগ নেই কর্তৃপক্ষের। বৃষ্টি হলেই রাস্তায় সৃষ্ট গর্তে পানি জমে পুকুর সৃষ্টি হয়, পায়ে হেটে গেলেও, অসাবধানতাবশত চলাচল করলে পা ভেঙ্গে যাওয়া সহ শারীরিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে রাস্তা ব‍্যবহার কারীরা। সড়ক দিয়ে চলাচলকারী খাসখালী গ্রামের মুদি ব‍্যবসায়ী কদর আলী বলেন, থানা সদর নাভারন বাজার থেকে মাল বোঝাই ভ‍্যান পায়ে হেটে ঠেলে,ঠেলে নিয়ে যেতে হচ্ছে প্রতিনিয়ত যা,এসময়ে দেখা যায় না। ঢাকা পাড়ার আরিকুল ইসলাম বলেন, মেম্বার চেয়ারম্যান কে একাধিক বার বলা সত্ত্বেও এখনো পযর্ন্ত আমাদের চলাচলের এই রাস্তাটি সংস্কারের কোন লক্ষন দেখতে পারছি না। এমনকি তাদের কোন মাথাব্যথা নেই। বাইক চালক ইমরান বলেন,এই রাস্তা দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে বাইকে যাত্রী বহন করছি,একটু ভুল হলেই, বাইক উল্টে যাত্রী সহ বাইকে ব‍্যাপক ক্ষতি সাধন হচ্ছে। এই রাস্তা দিয়ে বাইক ভ‍্যান, ইজিবাইক,সিএনজি, ট্রাক সহ ভারী যানবাহন চলাচল করে থাকেন। প্রতিদিনই প্রায় ছোট, বড় দূর্ঘটনা স্বীকার হচ্ছে যানবাহন সহ সাধারণ পথচারীদের। এই রাস্তা সংলগ্ন এলাকাবাসী ও পথচারীদের দাবী যত দ্রুত সম্ভব রাস্তাটি সংস্কার করে ভূক্তভোগীদের কষ্ট লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পদক্ষেপ নেওয়ার জন্য সুদৃষ্টি একান্ত ভাবে কামনা করেছেন।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *