মসজিদের চাল আত্মসাৎ,ফেরত দেওয়ার জন্য এক সপ্তাহের আল্টিমেটাম

মসজিদের মিম্বার থেকে আওমীলীগ নেতাদের ১ সপ্তাহের আলটিমেটাম!!

সিংহলাল কেন্দ্রীয় মসজিদ ২০১৩ সালে সরকারি বরাদ্দে ১ টন চাউল পাই। বরাদ্দ পাশ হওয়ার পর তখন আওমীলীগ নেতারা একটা ভুয়া কমিটি দেখিয়ে সেই চাউল তুলে নিয়ে আত্মসাৎ করে। পরে মসজিদ কমিটি জানতে পেরে সেই চাউলের টাকা ফেরত দিতে বললে তারা ফেরত দেওয়ার আশ্বাস দেয়। কিন্তু ২০১৪ সালে আওমীলীগ ক্ষমতায় আসলে তারা আর টাকা ফেরত দেয় না উল্টা ক্ষমতার দাপট দেখায়।

এমতাবস্থায় আজকে মসজিদের মিম্বার থেকে ঘোষণা দেওয়া হয় আগামী ১ সপ্তাহের ভিতর উক্ত টাকা মসজিদ ফান্ডে না দিলে আইনের আশ্রয় গ্রহণ করা হবে।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *