শেখ হাসিনার গাড়ি বহরে হামলার মামলায়
বিএনপি নেতা হাবিবসহ ৪৬ বিএনপি-জামায়াত নেতাদের জামিন মঞ্জুর
শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলায় জামিন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিবসহ ৪৬ জন বিএনপি-জামায়াত নেতা-কর্মী।
মঙ্গলবার (২৭ আগস্ট) হাইকোর্টের ১১নং বেঞ্চ তাদের জামিন মঞ্জুর করেছে।
যার স্বরূপ তিনিসহ এ মামলায় সাজাপ্রাপ্ত অন্যান্য আসামিদের মুক্তিতে আর কোনো বাধা রইলো না।
সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের স্ত্রী ও সুপ্রিম কোর্টের অ্যাড. শাহানারা আক্তার বকুল জানান, ২০০২ সালে কলারোয়ায় তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় আদালত সাবেক এমপি হাবিবসহ বিএনপি-জামায়াতের ৫০ জন নেতাকর্মীকে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে।
তন্মধ্যে বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিবকে সর্বোচ্চ ৭০ বছরের সাজা প্রদান করা হয়। নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে কারাবন্দী বিএনপি নেতাকর্মীদের পক্ষ থেকে উচ্চ আদালতে আপিল করা হয়। আদালত সাবেক এমপি হাবিবসহ কারাবন্দী ৪৬ জনের জামিন মঞ্জুর করেছেন।
তিনি আরো জানান, এর ফলে হাবিবুল ইসলাম হাবিবসহ বিএনপি-জামায়াতের অন্যান্য আসামিদের কারাগার হতে মুক্তি পেতে আর কোনো বাধা রইলো না।