শার্শায় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক
যশোরের শার্শার সীমান্তবর্তী কাশিপুর গ্রাম থেকে ১৮ বোতল ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,। আটকৃতরা হলেন, শার্শা উপজেলার কাশিপুর গ্রামের মৃত- আব্দুল আলীমের ছেলে লাল্টু মন্ডল (৩৭) ও একই গ্রামের মৃত- আব্দুর রহমানের ছেলে রফিকুল ইসলাম রফি (৪৫)।
এ ঘটনায় যশোর মাদকদ্রব্য অধিদপ্তর উপ-পরিদর্শক শেখ আবুল কাশেম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামিদেরকে আটক করা হয়।
শার্শা থানার অফিসার্স ইনচার্জ ওসি শেখ মনিরুজ্জামান মাদক ব্যবসায়ীদের আটকের বিষয়টি নিশ্চিত করেন। আসামীদের বিরুদ্ধে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আটক আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।