কলারোয়া ইসলামী ব্যাংকে উলামা- মাশায়েখদের সাথে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত
সাতক্ষীরার কলারোয়া ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি শাখার আয়োজনে গ্রাহক সেবা মাস উপলক্ষে উলামা- মাশায়েখদের সাথে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় কলারোয়া ইসলামী ব্যাংক শাখার হলরুমে “গ্রাহক আস্থায় ফিরবে দিন, দেশ গড়ায় অংশ নিন” প্রতিপাদ্যকে সামনে রেখে ০১-৩০ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত গ্রাহক সেবা মাস উপলক্ষে এ আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শাখাটির ব্যবস্থাপক মো শাহানুর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি খুলনা অঞ্চলের জোন প্রধান মো কামরুল বারী ইমামী। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ মসজিদ মিশন সাতক্ষীরা জেলার সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী,
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ওলামা বিভাগ কলারোয়া উপজেলা শাখার প্রধান উপদেষ্টা সাবেক ইউ.পি চেয়ারম্যান মাওলানা কামরুজ্জামান, কলারোয়া আলিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আহমদ আলী, সাবেক অধ্যক্ষ মাওলানা আইয়ুব আলী, সাবেক কাউন্সিলর মাওলানা এ কে এম কোরবান আলী, কলারোয়া আলিয়া মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা তৌহিদুর রহমান।