শার্শায় হিন্দু সম্প্রদায়ের সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

যশোরের শার্শায় প্রতি বছরের ন্যায় এবারও জাকজমক পূর্নভাবে শারদীয় দুর্গা উৎসব উদযাপন ও সার্বিক নিরাপত্তা, পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক রাখতে, শার্শা উপজেলা বিএনপির উদ্যোগে ২৮ টি পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

রবিবার (২৯) সেপ্টেম্বর ১১ টায় শার্শা কামারবাড়ি মোড়ে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখন উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব খাইরুজ্জামান মধু, সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল হাসান জহির, মুনসুর আলী মোড়ল, সদস্য ওলিয়ার রহমান সরদার, আব্দুল ওয়াহেদ, ওসমান গনি যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সালাহউদ্দিন আহমেদ মনির ইসলাম মনি, আওরঙ্গজেব।

শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হাসান খান, আবু জুবায়ের শাওন ও শ্রী মাখন কুমার, মাস্টার অশোক কুমার সাহা, শ্রী বৈদ্যনাথ দাস, উত্তম কুমার রায়,রঞ্জিত দেবনাথ সিং, নিখিল দাস সহ ২৮ টি পূজা মন্ডপের সকল সভাপতি, সম্পাদক সহ হিন্দু সম্প্রদায়ের সকল নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *