মতবিনিময় সভায় সাতক্ষীরা জেলা প্রশাসক
অন্যায় কাজে বাধা দেওয়া ফরজ
অন্যায় কাজে বাধা দেওয়া ফরজ। শরিয়ী এ বিধান বাস্তবায়নে আমরা কাজ করতে পারলে সমাজের সকল অপরাধ কর্মকাণ্ড দূর হয়ে যাবে বলে অভিমত ব্যক্ত করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
সোমবার (৭ অক্টোবর) বেলা ১১ টায় কলারোয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত কলারোয়ার সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণমান্য ব্যক্তিবর্গ, আলেম উলামা,গণমাধ্যম কর্মী, শিক্ষক বৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সামাজিক সংগঠন, ব্যাংক, এনজিও, ছাত্র প্রতিনিধি ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে মত বিনিময় সভায় তিনি এ কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মইনুল ইসলাম, কলারোয়া সরকারি কলেজের অধ্যক্ষ এসএম আনোয়ারুজ্জমান, থানার অফিসার ইনচার্জ মো: শাহিন। উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফসার জিয়াউল হক ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুশফিয়াতুন্নাহারের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় সুধীজনেরা কলারোয়ার নানা সমস্যা তুলে ধরেন। কোচিং বাণিজ্য, বেত্রবতী ব্রিজ, পৌরসভার বেহাল সড়ক, হাসপাতালের অব্যবস্থাপনা প্রভৃতি বিষয়ে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করা হয়। জেলা প্রশাসক ধৈর্য সহকারে শোনেন ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলেন।
এসময় আলোচনায় অংশগ্রহণ করেন ও উপস্থিত ছিলেন কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলার সিনিয়র নায়েবে আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কামারুজ্জামান, সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম,পৌর আমীর অধ্যাপক ইউনুস আলী বাবু, সেক্রেটারি মাওলানা আলমগীর হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুর রশিদ মিয়া, সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ আবু বক্কার সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন, পৌর বিএনপির সভাপতি শেখ কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল, শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজর ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল ইসলাম, আলিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আহম্মদ আলী, সোনার বাংলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আশফাকুর রহমান বিপু, জাতীয় ইমাম সমিতি উপজেলা শাখার সভাপতি মুহাঃ আসাদুজ্জামান ফারুকী, কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিউল আজম, গার্লস পাইলট হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক আছাদুজ্জামান, প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল,উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার পাল, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কলারোয়া শাখার ভারপ্রাপ্ত স্টেশন অফিসার লিডার মোহাম্মদ হুমায়ুন কবির।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কলারোয়া পৌরসভা শাখার সভাপতি সাইয়েদ হাসান আল বান্না, কলারোয়া পূর্ব শাখার সভাপতি আহসান হাবীব ইমরোজ, পশ্চিম শাখার সভাপতি আবু বকর সিদ্দিক, কলারোয়া সরকারি কলেজের সভাপতি ফুয়াদ আল আবরার,
কলারোয়া প্রেস ক্লাবের আহ্বায়ক তাওফিকুর সঞ্জু, যুগ্ম-আহ্বায়ক এমএ সাজেদ, সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন, প্রচার সম্পাদক ফারুক হোসেন রাজ, সাংবাদিক তাফহীমুল ইসলাম, বিএম আফজাল হোসেন পলাশ, আতাউর রহমান, কাজী সিরাজ, দেলোয়ার হোসেন প্রমুখ।