সাতক্ষীরার শহীদ আসিফের নামে স্টেডিয়াম তৈরি করা হবে: উপদেষ্টা আসিফ মাহমুদ

সাতক্ষীরার দেবহাটায় শহীদ আসিফের নামে স্টেডিয়াম তৈরি করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শুক্রবার (১১ অক্টোবর) রাত ৯টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তিনি এ কথা বলেন। আসিফ মাহমুদ বলেন, বিগত সরকারের সময় ক্রীড়া ক্ষেত্রে রাজনীতিকরণ করা হয়েছে। ক্রীড়া সংশ্লিষ্টরা নিজ নিজ জেলায় ক্রীড়া ক্ষেত্রে কিছু কিছু উন্নয়ন করলেও সামগ্রিকভাবে দেশের ক্রীড়া ক্ষেত্রে উন্নয়ন করা হয়নি।ক্রীড়া উপদেষ্টা আরো বলেন, নতুন স্টেডিয়াম তৈরি করার চেয়ে পুরাতন স্টেডিয়ামের সংস্কার ও রক্ষণাবেক্ষণ জরুরি।জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার মো. মনিরুল ইসলামসহ জেলার দফতরের প্রধানগণ, গণমাধ্যম কর্মী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। দু’দিনের সফরে সাতক্ষীরায় এসেছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সফর সঙ্গী হিসেবে রয়েছেন উপদেষ্টার একান্ত সচিব আবুল হোসেন, সহকারী একান্ত সচিব, ব্যক্তিগত কর্মকর্তা, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং সচিব (যুগ্মসচিব), জাতীয় ক্রীড়া পরিষদ ও চেয়ারম্যানের একান্ত সচিব, জাতীয় ক্রীড়া পরিষদ।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *