কলারোয়ায় ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ অক্টোবর) বিকালে কলারোয়া আল- আমিন ট্রাস্ট মিলনায়তনে এ ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়।
কলারোয়া উপজেলা পশ্চিম শাখা ছাত্র শিবিরের সভাপতি আবু বকরের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কামারুজ্জামান, সাবেক আমীর অধ্যাপক রেজাউল ইসলাম, সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, জামায়াত নেতা অধ্যাপক আব্দুর রাজ্জাক, একেএম কুরবান আলী, মাস্টার আব্দুল মালেক, ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা জেলা শাখার অফিস সম্পাদক নাজমুল হোসেন। উপজেলা পূর্ব ছাত্র শিবিরের সভাপতি আহসান হাবীব ইমরোজ, সেক্রেটারি আবু বকর, পৌর সেক্রেটারি মোঃ মোস্তাকিন হোসেন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জতুল্লাহ বলেন, ইসলামী ছাত্রশিবিরের ইতিহাস, আত্মত্যাগের ইতিহাস। মনে রেখ, আল্লাহ তোমাদের এমন একটি সংগঠনে নিয়ে এসেছেন যার কোনো তুলনা বাংলাদেশে নেই। নিজের অধ্যাবসায় ঠিক রেখে মানোন্নয়নের মাধ্যমে আল্লাহর যমীনে দ্বীন প্রতিষ্ঠায় তোমাদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। সমাজে সকল বিষয়ে তোমাদের সেরা হতে হবে।
তিনি আরো বলেন, ইসলামী ছাত্রশিবিরের কর্মীদের দীর্ঘ ১৬ বছর যে জুলুম নির্যাতন করা হয়েছে তার বদলা নিতে হবে। তবে সেই বদলা কাউকে আঘাত করে নয় আদর্শিক ভাবে গড়ে উঠে দেশকে গড়ার মাধ্যমে।
