অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহর মামার ইন্তেকাল ও দাফন সম্পন্ন
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহর মামা ও সাতক্ষীরার কলারোয়াধীন ফয়জুল্লাহপুর নিবাসী আব্দুল করিম (৫৫) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শুক্রবার (০১ নভেম্বর) আনুমানিক রাত ১১টায় নিজ বাডিতে মহান আল্লাহর ডাকে সাড়া দেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী,২ ছেল সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুম আব্দুল করিম দূরারোগ্য ব্যাধি ক্যান্সার রোগে ভুগছিলেন। তার ইন্তেকালের এলাকায় শোকের ছায়া নেমে আসে। মরহুমের ইন্তেকালে এলাকার সর্বস্তরের মানুষ তাকে এক নজর দেখার জন্য তার বাড়িতে ভিড় জমায়।
শনিবার (২নভেম্বর) সকাল ১১ টায় নিজ গ্রাম ফয়জুল্লাহপুরে হাফেজ মাওলানা ইরফান আলীর ইমামতিতে মরহুমের জানাজার নামাজ সম্পন্ন হয়।
জানাযা নামাজে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, কলারোয়া থানা কমপ্লেক্স জামে মসজিদের খতিব মাওলানা আসাদুজ্জামান ফারুকী, কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক আবু বক্কর সিদ্দিক, জালালাবাদ ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর এরশাদ আলী, সিংহলাল দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোনায়েম হোসাইন, মাস্টার ইউনুস আলী, প্রভাষক বকুল প্রমুখ।
এছাড়াও জানাজায় আলেম-ওলামা, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ শত শত মুসল্লি অংশ গ্রহণ করেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মরহুমের মৃত্যুতে বাংলাদেশের জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার আমীর মাওলানা কামারুজ্জামান ও সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম যৌথ বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন।
শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, মরহুম আব্দুল করিম ইসলামী আন্দোলনের একজন কর্মী, মানবদরদী, মুখলেস ও সমাজসেবী ছিলেন। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহতায়ালার দরবারে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।