শিরোপা জয়ের স্বপ্ন বুকে নিয়ে

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে দেশ ছাড়লেন বাংলাদেশ ক্রিকেট দল

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষ করে বাংলাদেশের সামনে এবার আফগানিস্তান পরীক্ষা। সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। আসন্ন এই সিরিজ খেলতে সংযুক্ত আরব আমিরাতের বিমান ধরলো বাংলাদেশ ক্রিকেট দলের একাংশ।

শনিবার (২ নভেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিকেল সাড়ে ৫টায় সংযুক্ত আরব আমিরাতের বিমান ধরেন বাংলাদেশ দলের ১৩ সদস্য।
যে তালিকায় আছেন ৮ ক্রিকেটার তাওহীদ হৃদয়, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। দলের সঙ্গে ব্যাটিং কোচ ডেভিড হেম্প ও বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস-সহ আছেন কোচিং স্টাফের আরও তিন সদস্য।

আগের দিন নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে আফগানিস্তান সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চট্টগ্রাম টেস্টে ব্যস্ত থাকায় দলের বাকি ৮ ক্রিকেটার একদিন পরে ধরবেন সংযুক্ত আরব আমিরাতের বিমান। তাদের সঙ্গে থাকবেন প্রধান কোচ ফিল সিমন্সও। আর স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদ রওনা দেবেন একদিন পরে। আগামী ৬ নভেম্বর শারজায় আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। একই ভেন্যুতে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ৯ ও ১১ নভেম্বর। ভারতের মাটিতে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাইয়ের পর ঘরের মাঠে দুটি টেস্টেও দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে বাংলাদেশ। টানা হোয়াইটওয়াশের বৃত্তে ঘুরপাক খাওয়া টাইগারদের ঘুরে দাঁড়ানোর লক্ষ্য থাকবে আফগান সিরিজ দিয়ে।

বাংলাদেশ স্কোয়াড :
সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *