১০ দিনে সাতক্ষীরার তিন সাংবাদিকের মৃত্যু
একটি শোক কাটিয়ে উঠতেই আরেকটি শোকে কাতর সাতক্ষীরার সাংবাদিক সমাজ। গত ১০দিনে সাতক্ষীরার তিনজন সাংবাদিক মৃত্যুবরণ করায় শোকে পাথর হয়ে পড়েছেন সাংবাদিকরা। দীর্ঘ দিনের সহকর্মীকে চিরদিনের জন্য হারিয়ে যেন বোবা কান্নায় ভেঙে পড়েছেন তারা। গত ২৪ অক্টোবর’২৪ সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য দৈনিক যুগের বার্তার স্টাফ রিপোর্টার ও দৈনিক ভোরের আকাশ পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি সাংবাদিক স. ম. তাজমিনুর রহমান টুটুল (৫৫) রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যু কালে তিনি স্ত্রী, এক পুত্র, ও এক কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এরপর ২৭ অক্টোবর’২৪ সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক অসীম বরণ চক্রবর্তী ভারতের পশ্চিম বঙ্গের নদিয়া জেলার কল্যাণীতে এক সড়ক দূর্ঘটনায় মৃত্যুবরণ করেন।শনিবার (২ নভেম্বর’২৪) বিকাল ৩টার দিকে মৃত্যুবরণ করেন দৈনিক যশোর পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি ও সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য সেলিম রেজা মুকুল।দীর্ঘদিন তিনি হার্টের সমস্যায় ভুগছিলেন। মাত্র ১০দিনের ব্যবধানে সাতক্ষীরার সাংবাদিকদের মধ্য থেকে হারিয়ে গেল তিন সদস্য। সাতক্ষীরার সাংবাদিক সমাজের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।