কেরালকাতায় টিসিবি কার্ড সংক্রান্ত জামায়াত- বিএনপি’র যৌথ আলোচনা সভা অনুষ্ঠিত
কলারোয়ার কেরালকাতায় টিসিবি কার্ড সংক্রান্ত ইউনিয়ন জামায়াতে ইসলামী ও জাতীয়তাবাদী দল বিএনপি’র যৌথ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ( ৩ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় কেরালকাতা ইউনিয়ন চত্বরে এ টিসিবি কার্ড সংক্রান্ত বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন কেরালকাতা ইউনিয়ন জামায়তে ইসলামীর সেক্রেটারি মাস্টার মোহাম্মদ আজিজুল হক, ইউনিয়ন বিএনপি’র সভাপতি মাস্টার আজিজুল এবং উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোঃ আব্দুর রাজ্জাক, বিএনপি’র সাবেক ওয়ার্ড সভাপতি মোঃ আনছার আলী প্রমুখ।
জামায়াতে ইসলামী ও জাতীয়তাবাদী দল বিএনপি’র নেতৃবৃন্দ আলোচনা সাপেক্ষে সর্বসম্মতি গ্রহণ করে টিসিবি কার্ডের তালিকা ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের মহিলা মেম্বার মোছাঃ নার্গিস খাতুনের কাছে জমা দেন।