ভারতে পালাতে গিয়ে ভোলার ১ যুবলীগ নেতা আটক

ভারতে পালানোর সময় যশোরের বেনাপোল ইমিগ্রেশন থেকে তাজউদ্দিন নামে এক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ।
বুধবার(০৬ নভেম্বর) সকালে বেনাপোল ইমিগ্রেশন ভবন থেকে তাকে আটক করা হয়।

তাজউদ্দীনের বিরুদ্ধে ভোলা সদর থানায় একটি বিস্ফোরক মামলা রয়েছে। তিনি বোরহান উদ্দিন উপজেলায় যুবলীগের সভাপতি।
আটককৃতকে প্রাথমিক ভাবে বেনাপোল পোর্ট থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। পরে সংশিষ্ট থানায় সোপর্দ করা হবে বলে জানা গেছে।

বেনাপোল ইমিগ্রেশন ওসি ফারুক মজুমদার জানান, সকালে বেনাপোল ইমিগ্রেশনে ভবনে প্রবেশ কালে নিরাপত্তা কর্মী পুলিশ ও বিজিবির সন্দেহ হলে জিজ্ঞাসা বাদের এক পর্যায়ে তিনি আটক হয়। ০৫ আগস্টের পর থেকে এ পর্যন্ত ইমিগ্রেশন পুলিশের হাতে ৫ আসামী আটক হয়েছে।

এদিকে ভারত অপরাধীদের নিরাপদ আশ্রয়স্থল হওয়ায় সীমান্ত পথে অপরাধীরা অনেকেই পালাচ্ছেন ওপারে।

তবে আইন শৃঙ্খলাবাহিনীর হাতে এদের কেউ কেউ ধরা পড়লেও অধিকাংশই বিভিন্ন কৌশল অবলম্বন করে পাড়ি জমাচ্ছেন ভারতে।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *