হেমন্ত শীতের আগমনী বার্তায়, ঘাসের ডগায় শিশির কণা
ঘাসের ডগায় জমে থাকা শিশির কণা, বাতাসে হিমেল ঠান্ডা হাওয়া ও কুয়াশার চাদরে ঢাকা জনপদ জানান দিচ্ছে হেমন্তের শীতের আগমনী বার্তা
আজ শনিবার সকাল থেকে কলারোয়ার বিভিন্ন স্থানে দেখা মিলেছে কুয়াশার। পথঘাট ও ফসলের মাঠ দেখে মনে হচ্ছে এ যেন পৌষের কুয়াশা।
এরমধ্যে কলারোয়ার বিভিন্ন পথঘাটে ঘন কুয়াশার এমন দৃশ্য দেখা যায়।
শীতের এই আগমনী বার্তায় বলে দিচ্ছে নবান্ন উৎসব, নতুন ধান কাটা উৎসবে মেতে উঠবেন কৃষকেরা।
কলারোয়া ছাড়াও হঠাৎ করেই কুয়াশার চাদরে ঢাকা পড়েছে দেশের বিভিন্ন এলাকা। এতে প্রকৃতিতে কিছুটা শীতের আমেজ লক্ষ্য করা গেছে।
কার্তিকের ২৪ তম দিনে আজ ভোরে কলারোয়ার প্রকৃতিতে কুয়াশার ছড়াছড়ির দেখা মিলেছে। যে কারণে ভোর সাড়ে ৬টার দিকে সড়কে কিছু যানবাহনে হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা গেছে।
উল্লেখ্য, বাংলা ঋতু বৈচিত্র্যের প্রথম ঋতু হেমন্ত। এই ঋতুতে প্রকৃতিতে হিমেল হাওয়া বইতে থাকে। সঙ্গে নিয়ে আসে শীতল হাওয়া। মাঠে মাঠে কৃষকরা ধান কাটায় ব্যস্ত হয়ে পড়েন। নতুন ধান ঘরে তুলতে ব্যস্ত থাকে কৃষকেরা। শীতের এমন আগমনী বার্তায় বলে দেয় শীত খুব নিকটে।