কলারোয়া পৌরসভায় যুব সমাবেশ অনুষ্ঠিত
জামায়াতে ইসলামী কলারোয়া পৌরসভা শাখার উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় কলারোয়া পৌরসভার ৩ ও ৪ নং ওয়ার্ডের সমন্বয়ে কলেজ পাড়ায় এ যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।
পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক ইউনুস আলী বাবু’র সভাপতিত্বে সেক্রেটারি মাওলানা আলমগীর হোসেন’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর নবনির্বাচিত আমীর, কলারোয়ার কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী ও জেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা উসমান গনি, উপজেলা জামায়াতে ইসলামীর অফিস সেক্রেটারি জাহিদ হাসান মিঠু, উপজেলা উলামা বিভাগের সেক্রেটারি মাওলানা তৌহিদুর রহমান, জামায়াত নেতা মোঃ আব্দুল রকিব, শেখ কামরুল ইসলাম, মাওলানা আব্দুল কুদ্দুস প্রমুখ।