পাটকেলঘাটায় ট্রাকের ধাক্কায় বৃদ্ধ নিহত
সাতক্ষীরা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় জাফর মোড়ল (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে পাটকেলঘাটা থানাধীন সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ সমিতির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাফর মোড়ল পাটকেলঘাটা থানার শাকদহ গ্রামের মৃত. জবেদ আলী মোড়লের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে জাফর মোড়ল সাতক্ষীরা-খুলনা মহাসড়ক দিয়ে সাইকেল চালিয়ে কুমিরার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ সমিতির সামনে রাস্তা পার হওয়ার সময় সাতক্ষীরা থেকে যশোরগামী একটি পণ্যবাহী ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি ছিটকে রাস্তার পাশে পড়ে গিয়ে মারাত্মক আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
পাটকেলঘাটা থানার ওসি মাইনুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।