যশোরে যুবলীগের ঝটিকা মিছিল, আটক ৩
যশোর সদর উপজেলায় যুবলীগের উদ্যোগে ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এ ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, যশোর সদর উপজেলাধীন রামনগর ইউনিয়নের কানাইতলা সালেহা মেটালের সামনে যশোর-মনিরামপুর মহাসড়কে যুবলীগ কর্মী রানা হোসেনের নেতৃত্বে ‘সারাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের আটক ও দমন-পীড়নের প্রতিবাদে’এক ঝটিকা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল চলাকালীন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা যুবলীগ নেতাকর্মীদের ধাওয়া করে এবং ৩ যুবলীগ কর্মীকে আটক করে। পরবর্তীতে আটককৃতদের যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।