শার্শায় বিএনপির বিশাল জনসভা অনুষ্ঠিত
শার্শা উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব খায়রুজ্জামান মধু বলেছেন এ দেশের মানুষ স্বৈরাচার চায় না। এ দেশে আর যেন স্বৈরাচারের জন্ম না হয়। এদেরকে রুখতে সকলকে ঐক্য বদ্ধভাবে কাজ করতে হবে।
বৃহস্পতিবার (২১) নভেম্বর বিকাল ৪ টার সময় যশোরের শার্শা উপজেলার পুটখালী ইউনিয়ন বিএনপির আয়োজনে পুটখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
বিএনপি নেতা আলাউদ্দিন মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল হাসান জহির। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সভাপতি নুরুজ্জামান লিটন, বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব আশরাফুল আলম বাবু ও উপজেলা যুবদলের আহবায়ক মোস্তাফিজ্জোহা সেলিম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হজরত আলী মাষ্টার, শার্শা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন শান্তি, পুটখালী ইউনিয়ন বিএনপির আহবায়ক মফিজুর রহমান ও যুগ্ম আহবায়ক আব্দুল কাদের, ডিহি ইউনিয়ন বিএনপির সভাপতি ওলিয়ার রহমান, লক্ষনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আহসান হাবিব খোকন, উলাশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন, নিজামপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুর রউফ মন্টু, গোগা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক সরোয়ার হোসেন, শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সালাহউদ্দিন আহমেদ, শহিদুল ইসলাম শহিদ, মনিরুল ইসলাম ও আরংগজেব, বেনাপোল পৌর যুবদলের সদস্য সচিব রায়হানুজ্জামান দিপু, শার্শা উপজেলা কৃষকদলের সভাপতি আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওয়াসি উদ্দিন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খান সহ উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।