শহিদ এ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ এর জানাযায় জনসমুদ্র
 
            
                     
                        
       		শহিদ এ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ এর জানাযায় জনসমুদ্রের রূপ নিয়েছে চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ জামে মসজিদে।
জানাযা শুধু নয়, এ যেন এক ধারাবাহিক সুদূরপ্রসারী ভূরাজনৈতিক মুক্তিসংগ্রামের ডাক।
জমিয়তুল ফালাহ চত্বর আজ এক ঐতিহাসিক টার্নিংপয়েন্ট সৃষ্টি করলো। তারিখটা স্মরণ রাখবেন।
শহীদ সাইফুলের লাশকে বুকে ধারণ করে বীরচট্টলার জমিয়তুল ফালাহ জামে মসজিদ যেন বাবরি মসজিদের দিকে তাকিয়ে আছে।



 
	