ভারতের মিডিয়ায় বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে- পররাষ্ট্র উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো: তৌহিদ হোসেন বলেছেন, ভারতের মিডিয়ায় বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। শুধু ভারত নয়, সারা বিশ্বেই সংঘবদ্ধভাবে অপপ্রচার চালানো হচ্ছে।

রোববার ঢাকায় এক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পররাষ্ট্র উপদেষ্টা হোসেন এসব কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সম্ভবত বাংলাদেশের গণঅভ্যুত্থানের ঘটনায় ভারতীয় গণমাধ্যম খুবই অখুশী। ভারতীয় গণমাধ্যম প্রমাণ করতে চাচ্ছে, বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নিপীড়ন চালানো হচ্ছে এবং তালেবান ঘরানার সরকার আসতে যাচ্ছে।’

ভারতের গণমাধ্যমের এই পদক্ষেপ খুব পরিকল্পিত বলেই মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা।

তিনি বলেন, এ ধরনের অপপ্রচার দুই দেশের জন্য ভালো কিছু বয়ে আনবে না।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *