বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো সাতক্ষীরা নিউজের প্রতিনিধি সম্মেলন

বর্ণাঢ্য আয়োজন ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা নিউজ ডটকম -এর প্রতিনিধি সম্মেলন-২০২৪।

আজ শনিবার (৭ই ডিসেম্বর) সাতক্ষীরা বাস টার্মিনালের পাশে অবস্থিত এক্সিলেন্ট গ্রোফুড এন্ড কসমেটিক্স লিমিটেডের হল রুমে উক্ত প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।

প্রতিনিধি সম্মেলনে বিভিন্ন অনলাইন, প্রিন্ট মিডিয়ার ও টিভি সাংবাদিকের জেলা, উপজেলা সহ সাতক্ষীরা নিউজের সকল প্রতিনিধিরা অংশগ্রহন করে।

সাতক্ষীরা নিউজ এর সম্পাদক মোঃ আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন আমেরিকান প্রবাসী ও সাতক্ষীরা নিউজ এর প্রধান উপদেষ্টা মোঃ আনিছুর রহমান গাজী।

সাতক্ষীরা নিউজের বার্তা সম্পাদক একরামুল কবির এর উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সাবেক প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিরেক্টর ডা. হাসান ইমাম, সাতক্ষীরা জেলা জজ কোর্টের নারী ও শিশু আদালতের পিপি এ্যাডভোকেট শেখ আলমগীর আশরাফ।

এছাড়া প্রতিনিধি সম্মেলনে বক্তব্য দেন দৈনিক জবাব দিহির জেলা প্রতিনিধি শাহাজান আলী মিটন,
গণজাগরণ পত্রিকার জেলা প্রতিনিধি আনিছুর রহমান, দৈনিক একুশে সংবাদের জেলা প্রতিনিধি মাসুদ আলী, দৈনিক সোনালীর কণ্ঠের জেলা প্রতিনিধ মুজাহিদুল ইসলাম, বাংলাদেশ খবর প্রতিদিনের জেলা প্রতিনিধি মোঃ হাফিজ, জাহিদুল তবিরুর রহমান, মোস্তাকীম, আবু সাঈদ, রুহুল আমিন, মামুন হোসেন, রুহুল কুদ্দুস, সাদ্দাম হোসেন, মোঃ হাফিজুর রহমান, সাইফুল্লাহ প্রমুখ।

প্রতিনিধি সম্মেলনে পত্রিকা কর্তৃপক্ষ পত্রিকাটির মান ধরে রাখার পাশাপাশি ভবিষ্যতে আরও মানোন্নয়নে ভূমিকা রাখতে প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *