বেনাপোল চেকপোস্ট ব্যবসায়ী সমিতির নতুন কমিটির পরিচিতি ও মত বিনিময় সভা
যশোর এর বেনাপোল এ বন্দর চেকপোস্ট ব্যবসায়ী সমিতির সদ্য নতুন কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে | আজ শনিবার (০৭-১২-২৪)সকাল ১১.০০ বেনাপোল চেকপোস্ট কার্গো অফিসের সামনে এই সভার আয়োজন করা হয়
উক্ত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভার সভাপতিত্ব করেন বন্দর চেকপোস্ট ব্যবসায়িক সমিতির সদ্য সভাপতি আজিজুল হক |প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন আলহাজ্ব নুরুজ্জামান লিটন (সাবেক সহসভাপতি কেন্দ্রীয় যুবদল), বিশেষ অতিথি হিসেবে ছিলেন আবু তাহের ভারত(সাধারণ সম্পাদক বেনাপোল পৌর বিএনপি), মোস্তাফিজ্জোহা সেলিম (আহবায়ক উপজেলা যুবদল,শার্শা), আক্তার হোসেন (সাংগাঠনিক সম্পাদক বেনাপোল বিএনপি),সঞ্চালনায় ছিলেন জসীমউদ্দীন (বেনাপোল বন্দর চেকপোস্ট ব্যবসায়ী সমিতি)এছাড়া বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ রাসেল মিয়া উপস্থিত ছিলেন |উক্ত কমিটির পরিচিতি ও মত বিনিময় সভায় বেনাপোল স্থল বন্দরের ৯২৫ শ্রমিক, ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃসহিদ আলী,ও ৯২১ বন্দর শ্রমিকের সাধারন সম্পাদক মাকছুদুর রহমান রিন্টু কে ফুল দিয়ে বরন করে চেকপোস্ট বাজার কমিটির নেতৃবৃন্দ।
চেকপোস্ট ব্যবসায়ী সমিতির সভাপতি আজিজুল হক বলেন বর্ডারে কোন পাসপোর্ট যাত্রীর চেকপোষ্টের কোন ব্যবসায়ীর দ্বারা যেন হয়রানির শিকার না হয় এবং চেকপোস্ট ব্যবসায়ীদের ভাবমূর্তি যেন বজায় থাকে সেদিকে সকল ব্যবসায়ীদের নজর রাখতে বলেন এছাড়া বন্দরে পাসপোর্ট যাত্রীদের নিরাপত্তার বিষয়টি প্রশাসনকে অবগত করেন |