মহান বিজয় দিবস উপলক্ষে কলারোয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর

র‌্যালি, আলোচনা সভা ও অসহায়দের মাঝে খাদ্য বিতরণ অনুষ্ঠিত।

৫৪তম মহান বিজয় দিবস উপলক্ষে কলারোয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর আলোচনা সভা, র‌্যালি ও অসহায়দের মাঝে খাদ্য বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৮টায় কলারোয়া আল আমিন ট্রাস্ট মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের কলারোয়া উপজেলা শাখার সভাপতি মাওলানা রুহুল কুদ্দুস এর সভাপতিত্বে এ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ।

কলারোয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মাওলানা মশিউর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর সাবেক ইউ.পি চেয়ারম্যান মাওলানা কামারুজ্জামান। শ্রমিক নেতা অধ্যাপক ইমামুল হক, মাওলানা ইমামুল ইসলাম, মাওলানা মতিউর রহমান, ক্বারী রফিকুল ইসলাম প্রমুখ।

 

 

 

 

আলোচনা শেষে কলারোয়া বাজারের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন, কলারোয়া উপজেলা শাখা।

পরিশেষে ফেডারেশনের সভাপতি মাওলানা রুহুল কুদ্দুসের নেতৃত্বে প্রায় ৫০০ জন শ্রমিকের মাঝে খাবার বিতরন করেন।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *