কলারোয়া পৌর ছাত্র শিবিরের আয়োজনে কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত
সাতক্ষীরার কলারোয়াতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কলারোয়া পৌর সাথী শাখার আয়োজন কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ ডিসেম্বর) কলারোয়া পৌরসভার অডিটরিয়ামে সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত পৌর ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কর্মী শিক্ষা শিবিরটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন,বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ছাত্রনেতা ইমামুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা শাখার সহকারী সেক্রেটারী মাওলানা ওসমান গনি, কলরোয়া পৌর জামায়াতের আমির ইউনুস আলী বাবু , বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কলারোয়া সরকারি কলেজ শাখার সাবেক সভাপতি সামসুল আলম বুলবুল, জেলা সাহিত্য সম্পাদক মো:মতিউর রহমান প্রমুখ।
উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন ছাত্র শিবিরের কলারোয়া পৌর শাখার ভারপ্রাপ্ত সভাপতি মুস্তাকিন হোসেন।
শিক্ষা শিবিরে আরও উপস্থিত ছিলেন কলারোয়া সরকারি কলেজ ছাত্র শিবিরের সভাপতি ফুয়াদ আল আবরার, শিবির নেতা রাকিব হোসেন, ইমামুল ইসলাম, মাসুদ আলম,ইয়াছিন আরাফাত প্রমুখ।
অনুষ্ঠানে পৌর ছাত্রশিবিরের শতাধিক কর্মী অংশগ্রহন করেন।
বক্তারা এদেশে সৎ ও দক্ষ দেশপ্রেমিক নাগরিক তৈরী এবং কুরআন ও সুন্নাহ ভিত্তিক ইসলামী সমাজ প্রতিষ্ঠায় ইসলামী ছাত্রশিবিরকে অগ্রনী ভুমিকা রাখার আহবান জানান।