প্রতাপনগর হিজলিয়ায় অগ্নিকাণ্ডে ৩টি ঘর ভস্মীভূত ও শতাধিক হাঁস মুরগীর মৃত্যু

প্রতাপনগর ইউনিয়নের হিজলিয়ায় আগুনে পুড়ে ৩টি ঘর ভস্মীভূত ও অগ্নিদগ্ধ হয়ে শতাধিক হাঁস মুরগীর মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত ভোর রাতে প্রতাপনগর ইউনিয়নের হিজলিয়া গ্রামের গাজী বাড়িতে।

প্রতক্ষ্যদর্শী আরিফুল ইসলাম জানান, গাজী বাড়ির বৃদ্ধা ময়না খাতুন ভোর রাতে খাটের নিচে কেরোসিনের ল্যাম্প জ্বালিয়ে ঘরের বাইরে বের হন। ঘরে ফেরার সময় তিনি দেখেন ঘরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলছে। বৃদ্ধার ডাক চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন পার্শ্ববর্তী তৈয়বুর গাজীর স্ত্রী রাফেজা খাতুনের হাঁস মুরগির ফার্মে ছড়িয়ে পড়ে।

আগুনে বৃদ্ধার ছেলে শাহীনুর (ইটভাটা শ্রমিক) ও তার নিজের গোলপাতার ছাউনীর ঘর ও ঘরের ভেতর থাকা যাবতীয় আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া পাশের বাড়ির রাফেজা খাতুনের হাঁস মুরগী ফার্মের গোলপাতার ঘরটি পুড়ে যায় এবং ঘরে থাকা শতাধিক হাঁস মুরগী অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। মসজিদের মাইকে অগ্নিকাণ্ডের খবর জানানো হলে পার্শ্ববর্তী লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে দুই পরিবার নিঃস্ব হয়ে পড়েছে এবং বৃদ্ধা মহিলাটি গৃহহীন হয়ে পড়েছেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ ঢালী ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *