কাকডাঙ্গা সিনিয়র ফাজিল মাদরাসার বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ
সাতক্ষীরা কলারোয়া উপজেলাধীন কাকডাঙ্গা সিনিয়র ফাজিল মাদ্রাসার শিশু শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করা হয়।
মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা মো: অহিদুজ্জামান এর সভাপতিত্বে ও আরবী প্রভাষক মাওলানা মো: তবিবুর রহমানের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাজেদ, লাঙ্গলঝাড়া দাখিল মাদ্রাসার সাবেক সুপার মাওলানা আবুল খায়ের, বেড়বাড়ি দাখিল মাদ্রাসার সাবেক সুপার মাওলানা শাহজাহান আলী, বোয়ালিয়া মহিলা দাখিল মাদ্রাসার সাবেক সুপার মাওলানা মো: রবিউল ইসলাম, সাবেক শিক্ষক মাওলানা মো: মোতালেব হোসাইন, মাস্টার নুর আলী, বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদুরুর রহমান, সাবেক মেম্বর মুজিবর রহমান, সাবেক সেনা কর্মকর্তা মোখলেছুর রহমান, সাংবাদিক অহিদুজ্জামান খোকা, ডা. আলমগীর হোসেন প্রমুখ।
এছাড়াও বক্তব্য প্রদান করেন, সহকারী অধ্যাপক মাওলানা মো: আব্দুল হামিদ, সহকারী অধ্যাপক মাওলানা মো: জুলফিকার আলী, সহকারী অধ্যাপক মাওলানা মো: আব্দুস সবুর, ইংরেজি প্রভাষক মো: ইকবাল হোসেন, সহকারী শিক্ষক মোহাম্মদ শহীদুল্ল্যাহ, সহকারী শিক্ষক আলী হোসেন প্রমুখ।
প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক আরবী প্রভাষক মাওলানা শামসুল আলম মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো: অহিদুজ্জামানের কাছে আনুষ্ঠানিকভাবে ফল হস্তান্তর করেন।