কলারোয়ায় বাড়ছে ঠান্ডা জনিত রোগীর সংখ্যা
কলারোয়ায় বাড়ছে ঠান্ডা জনিত রোগীর সংখ্যা। আজ (০৪ জানুয়ারি) ২০ শে পৌষ হঠাৎ শীতের তীব্রতা বৃদ্ধি পড়ায় কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলার বিভিন্ন এলেকা থেকে আসা ঠান্ডা জনিত রোগীর সংখ্যা বেড়ে চলেছে। সপ্তাহের ব্যবধানে গত দু -দিনে ঠান্ডা জনিত রোগী সর্দি কাশি শ্বাস কষ্ট ডায়রিয়া নানান রোগাক্রান্তরা চিকিৎসা নিতে হাসপাতালে ভর্তি হয়েছে।
দিনদিন রোগীর সংখ্যা বাড়ছে। আক্রান্তদের মধ্যে বয়স্ক ও শিশুর সংখ্যাই বেশী। সরেজমিনে যেয়ে দেখা যায় কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঠান্ডাজনিত অসুস্থাতায় ডায়রিয়া ও শ্বাসকষ্ট জনিত রোগীর সংখ্যায় বেশী। সকাল থেকেই হাসপাতালে জরুরি বিভাগ ও বহির্বিভাগে জ্বর ও সর্দি কাশি নিয়ে অভিভাবকরা চিকিৎসকের পরামর্শ নিতে দেখা যায়। হাসপাতালের তথ্য মতে ভর্তি কৃত রোগীর ৩৫ জনের মধ্যে ১৬ জন রোগী শ্বাসকষ্ট ও ডায়রিয়া জনিত রোগে ভর্তি আছে। ঝিকরা গ্রামের ফজলুর রহমান ওফাপুর গ্রামের আইয়ুব আলী গবিনাথপুর গ্রামের শুকচান বিবি তুলসীডাঙ্গা গ্রামের নুসরাত সহ আরো অনেকে শ্বাস কষ্ট ও ডায়রিয়া রোগে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উপস্থিত না থাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ শফিকুল ইসলাম বলেন শীত জনিত রোগে বেশী আক্রান্ত হচ্ছেন বয়স্ক ও শিশুরা। এ সব রোগ প্রতিরোধে শিশুদের খুব সাবধানে রাখতে হবে। যতটা পারা যায় সব বয়সের মানুষের ঘরে অবস্থান করতে হবে। বাহিরে রেব হলে গরম পোশাক পরিধান করে বের হতে হবে। শ্বাস কষ্ট ও ডায়রিয়া রোগে আক্রান্ত হলে দ্রুত হাসপাতালে নিয়ে আসতে পরামর্শ দেন । তিনি আরো বলেন আমাদের সাধ্য মত আমরা চিকিৎসা দিয়ে যাচ্ছি।
এ বিষয় রোগীর অভিভাবকদের কাছে জানতে চাইলে বলেন হঠাৎ ঠান্ডা পড়ায় বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়ছে মানুষ যার কারণে আমরা হাসপাতালে ছুটে আসি । হাসপাতালে ঔষধসহ বিভিন্ন বিষয় সঠিক সেবা পেতে পারি তার জন্য সরকার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সু-দৃষ্টি কামনা করেন।