কলারোয়ায় দোকান মালিকের বিরুদ্ধে কর্মচারীর মায়ের সংবাদ সম্মেলন

কলারোয়ার কাজীরহাট বাজারের এক দোকান কর্মচারীকে ৬ লাখ টাকা চুরির অপবাদ দেওয়ার প্রতিবাদে দোকান মালিকের বিরুদ্ধে সংবাদ অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার রাত ৯ টার দিকে কলারোয়া
প্রেসক্লাবে ওই কর্মচারীর মা উপজেলার রঘুনাথপুর গ্রামের নাননু
মিয়ার স্ত্রী হাজেরা খাতুন এ সংবাদ সম্মেলন করেন।
তিনি তার লিখিত বক্তব্যে বলেন, তার ছেলে রাজু আহম্মেদ (২০) বিগত
৫ বছর যাবৎ কাজীরহাট বাজারে দিগং গ্রামের মজিদের ছেলে
ইব্রাহিম হোসেনের মুদিখানার দোকানে কর্মচারী হিসেবে
কাজ করত। গত ২/৩ মাস আগে তার ছেলে রাজু ওই দোকান মালিকের
অনুমতি নিয়ে কাজ ছেড়ে দেয়।
হঠাৎ গত ১ ডিসেম্বর রাত ১১ টার দিকে রঘুনাথপুর গ্রামের আবু
সামার ছেলে শিমুল হোসেন ও ধানঘোরা গ্রামের কাওছার আলীর
ছেলে হাবিবুর রহমান তার ছেলেকে কাজীরহাট বাজারে ডেকে নিয়ে
বলে তুই নাকি বিদেশ যাবি। তখন তার ছেলে বিদেশের যাওয়ার
বিষয়টি স্বিকার করে। তখন তারা বলে তুই ইব্রাহিমের দোকানে
থাকাকালীন সময়ে ৬ লাখ টাকা চুরি করেছিস। সেই টাকা দিয়ে
বিদেশে যাওয়ার পায়তারা করছিস শুনলাম। বিদেশে যাওয়ার আগে কখন
চুরি করা ওই টাকা দিয়ে দিবি বলে উচ্চ বাক্য বিনিময় করে এবং
চাপ প্রয়োগ করতে থাকে। এমনকি তারা প্রাণ নাশের হুমকীও দেয়।
এ ঘটনার কয়েকদিন পর দোকান মালিক ইব্রাহিমের নেতৃত্বে তার
শ্যালক শিমুল, হাবিবুর, ও কুশোডাঙ্গা গ্রামের রায়হানসহ
কয়েকজন ব্যক্তি তার ছেলেকে ওই ৬ লাখ টাকার দাবিতে আবারও হুমকী
দিতে থাকে এবং বলে চুরি করা টাকা দিয়ে বিদেশে যাওয়ার
পায়তারা করছিস বলে যেখানে সেখানে বলে বেড়াচ্ছে।
তিনি আরো বলে, তারা সহজ সরল মানুষ, ইব্রাহিম, হাবিব ও
শিমুল আওয়ামীলীগের লোক। তারা বিএনপি’র লোকজনকে মাথায় রেখে হয়রানী মুলক আমাদের নিকট থেকে জোর পূর্বক মোটা
অংকের চাঁদা দাবি করে আসছে। বর্তমানে তারা রাজনৈতিক
মারপাচে দিশেহারা হয়ে অপমানের বোঝা নিয়ে পথে পথে ঘুরে
বেড়াচ্ছে। তাই এসব চাঁদাবাজদের হাত থেকে রেহায় পেতে সংবাদ
সম্মেলনের মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনীসহ উদ্বোর্তন
কর্মকতার্র দু-দৃষ্টি কামনা করেছেন।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *