কোয়েটার সঞ্জদি খনিতে মিথেন গ্যাসের এক শক্তিশালী বিস্ফোরণের পর ১২ শ্রমিক প্রায় ৪০০০ ফুট গভীরে আটকা পড়েছিলেন।
পাকিস্তানে কয়লা খনি দুর্ঘটনায় ১৪ শ্রমিকের মৃত্যু

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে পৃথক দু’টি খনি ধসের ঘটনায় অন্তত ১৪ শ্রমিকের মৃত্যু হয়েছে। প্রথম ঘটনায় কোয়েটার কাছে সাঞ্জদি কয়লা খনিতে ১২ জন এবং অপর ঘটনায় নিকটবর্তী খোস্ত কয়লা খনিতে দুইজন নিহত হন।
রোববার প্রদেশটির হরনাই জেলার খোস্ত এলাকার খোস্ত কয়লা খনিতে ফাটল দেখা দেয়। এরপর খনিটির একটি অংশ ধসে পড়ে, তখন সেখানে আটজন শ্রমিক কাজ করছিলেন। তারা সবাই আটকা পড়লেও কিছুক্ষণের মধ্যেই ছয়জনকে উদ্ধার করা সম্ভব হয়।
কিন্তু জাহিদ ও ইসলাহাত নামে দুই শ্রমিক খনির আরও গভীরে থাকায় তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। টানা ১২ ঘণ্টা চেষ্টার পর তাদের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়।
এর আগে বৃহস্পতিবার কোয়েটার সঞ্জদি খনিতে মিথেন গ্যাসের এক শক্তিশালী বিস্ফোরণে কারণে সৃষ্ট ধসের পর প্রায় ৪০০০ ফুট গভীরে থাকা ১২ শ্রমিক আটকা পড়েন। উদ্ধারকারী দলগুলো ৪০০০ ফুট গভীর পর্যন্ত আবর্জনা সরিয়ে একেবারে তলদেশে পৌঁছলেও কাউকে জীবিত উদ্ধার করতে পারেননি।
এই উদ্ধার অভিযানে রোববার পর্যন্ত তারা আটটি মৃতদেহ উদ্ধারের পর সোমবার সকালের মধ্যে বাকি চারটি মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হন, জানিয়েছে পাকিস্তানের আর্য নিউজ।
সঞ্জদির ঘটনায় নিহত ১২ জনের মধ্যে ১১ জন বেলুচিস্তানের প্রতিবেশী খাইবার পাখতুনখোয়া প্রদেশের শাংলা জেলার আর অপরজন সোয়াতের বাসিন্দা। তাদের সবার মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ডন নিউজ জানিয়েছে, পাকিস্তানের খনি ও খনিজ বিভাগ খোস্তের খনিটি বন্ধ করে দিয়েছে এবং ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে।
শ্রমিক ফেডারেশনের নেতারা কয়লা খনি শ্রমিকদের এমন মর্মান্তিক মৃত্যুতে নিন্দা জানিয়েছেন।
তারা সুরক্ষা বিধি প্রয়োগে সরকারের ব্যর্থতার নিন্দা জানান আর কোনো কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন না করায় ক্ষোভ প্রকাশ করেন।
