সাতক্ষীরা জেলা প্রশাসকের অধীনস্থ ৪টি আদালত বর্জনের সিদ্ধান্ত আইনজীবী সমিতির

সাতক্ষীরা জেলা প্রশাসকের অধীনস্থ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত, নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত, সার্টিফিকেট আদালত ও রাজস্ব আদালত বর্জনের সিদ্ধান্ত নিয়েছে জেলা আইনজীবী সমিতি। বুধবার ( ১৫ জানুয়ারি) বিকালে জেলা আইনজীবী সমিতির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক জরুরী সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. শাহ আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. শেখ ইমদাদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক এড. নূরুল আমিন, সাবেক সাধারণ সম্পাদক এড. তোজাম্মেল হোসেন তুজাম, সাতক্ষীরা ল কলেজে অধ্যক্ষ ড. রবিউল ইসলাম খান, সিনিয়র আইনজীবী এড. সুনীল কুমার ঘোষ, এড. আসাদুজ্জামান বাবু, এড. ইউনুস আলী, এড. আব্দুল মুজিদ, এড. মোস্তফা নূরুল আলম, এড. প্রণব কুমার সরকার, এড. শেখ আজাদ হোসেন বেলাল, এড. সাহেদুজ্জামান সাহেদ, এড. সাঈদুজ্জামান জিকো প্রমূখ।

সভায় বক্তারা বলেন, আইনজীবী সমিতি চলে নীল কাগজের টাকায়। দীর্ঘদিন ধরে মামলার আরজিসহ বিভিন্ন আবেদন ওই নীল কাগজে জমা দেওয়া। এতদিন কোন সমস্যা না হলেও আকস্মিকভাবে সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ নীল কাগজের ব্যবহার বন্ধ করে ডেমিতে দায়ের করতে বলেছেন। যেটা জেলা আইনজীবী সমিতিকে দমিয়ে রাখার চক্রান্ত। যতদিন ওই সিদ্ধান্ত থেকে জেলা প্রশাসক সরে না আসবেন বৃহস্পতিবার(১৬ জানুয়ারি) থেকে ততদিন পর্যন্ত সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির কোন আইনজীবী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত, নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত, সার্টিফিকেট আদালত, রাজস্ব আদালতে কোন মামলা লড়বে না।

সভা সঞ্চালনা করেন করেন জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি এড. আবু বক্কর সিদ্দিক।

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. শাহ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলা প্রশাসক তার সিদ্ধান্ত পরিবর্তন না করলে ১৬ জানুয়ারি বৃহস্পতিবার থেকে জেলা প্রশাসকের অধীনস্থ চারটি কোর্টে কোন মামলা লড়বেনা সমিতির সদস্য আইনজীবীরা।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *