আশাশুনিতে মোবাইল কোর্ট পরিচালনা।। সার ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা

আশাশুনিতে মোবাইল কোর্ট পরিচালনা করে এক সার ব্যবসায়ীকে জরিমানা ও এক জনকে সতর্ক করা হয়েছে। বৃহস্পতিবার (১৬জানুয়ারি) সকালে উপজেলার কল্যা ইউনিয়নের মহিষাডাঙ্গা বাজারে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাশেদ হোসাইন মোবাইল কোর্ট পরিচালনা করেন। কোর্ট পরিচালনাকালে মহিষাডাঙ্গা বাজারের রেশাদ এন্টার প্রাইজের সত্বাধিকারী সার ও কীটনাশক ব্যবসায়ী এহসান আহমেদ সুজনকে সার বিক্রয়কালে চালান বা ক্যাশ মেমো ব্যবহার না করার অপরাধে জরিমানা করা হয়। সার ব্যবস্থাপনা আইন-২০০৬ অনুযায়ী তাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময় আরেক ব্যবসায়ী সৌরভ এন্টার প্রাইজের সত্বাধিকারী বৈদ্যনাথ সরকারকে সতর্ক করা হয়। কোর্ট পরিচালনাকালে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এস এম এনামুল ইসলাম উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *