কলারোয়ায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

সাতক্ষীরার কলারোয়ায় অসহায় বয়স্ক, এতিম শিশু শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে কলারোয়া প্রি ক্যাডেট স্কুল মাঠে আল আমিন ট্রাস্টের আয়োজনে একম্বল বিতরণ করা হয়।
একম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর, তালা -কলারোয়ার সর্বস্তরের মানুষের নেতা অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ।
এসময় আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা ওসমান গনী, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা কামারুজ্জামান, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, উপজেলা কর্ম পরিষদ সদস্য অধ্যক্ষ আশফাকুর রহমান বিপু, ইসলামী ব্যাংকের অফিসার বিশিষ্ট সমাজ সেবক মোঃ জাকির হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব। দরিদ্র ও হতদরিদ্র মানুষ, যাদের শীতবস্ত্র নেই, শীত নিবারণের জন্য সামান্য একটি কম্বল নেই, এখন যত দ্রুত সম্ভব এসব মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। তাই বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
