দেবহাটায় হিফজুল কুরআন ও ইসলামী সংগীত প্রতিযোগিতা

দেবহাটায় ওয়েলফেয়ার কমিউনিটির আয়োজনে হিফজুল কুরআন ও ইসলামী সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকাল ৪টায় শহীদ কাশেম পার্কে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে ওয়েলফেয়ার কমিউনিটির আহবায়ক ফয়সাল কবির’র সভাপতিত্বে ও দেবহাটা আহছানিয়া মিশন জামে মসজিদের ইমাম ও খতিব ক্বারী ফজলুর হক আমিনি’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও সাবেক জেলা জামায়াতের আমীর মাওলানা মুফতি মুহাদ্দিস রবিউল বাশার। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা জামায়াতের আমীর অলিউল ইসলাম, সেক্রেটারী এইচ এম ইমদাদুল হক, উপজেলা বিএনপির আহবায়ক শেখ সিরাজুল ইসলাম, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রাজিব আহমেদ, পারুলিয়া সেট মসজিদের ইমাম ও খতিব মুফতি আব্দুর রহমান, ওয়েলফেয়ার কমিউনিটির সদস্য ইমরান তাহির, আহাদুল ইসলাম রকি, মাসুম বিল্লাহ, আশরাফুল ইসলাম, আবু রায়হান, মাসুম হোসেন প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১৬ জন ও ইসলামী সংগীত প্রতিযোগিতায় ১৪ জন প্রতিযোগী অংশ গ্রহণ করেন।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *