ভারতে বন্দুকযুদ্ধে ২০ মাওবাদী নিহত

ভারতের ওড়িশা-ছত্তিশগড় সীমানায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে রাতভর বন্দুকযুদ্ধে অন্তত ২০ জন মাওবাদী নিহত হয়েছেন। তাদের মধ্যে মাওবাদীদের কেন্দ্রীয় কমিটির সদস্য জয়রাম ওরফে চলপতিও ছিলেন। তাকে ধরে দিতে পারলে এক কোটি রুপি পুরস্কার ঘোষণা করেছিল ভারত সরকার। খবর এনডিটিভির।

ভারতীয় সংবাদমাধ্যমটির খবর অনুযায়ী, মাওবাদীদের নিধনে গত কয়েক দিন ধরে ভারতীয় পুলিশ আন্তঃরাজ্য অভিযান চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় সিআরপিএফ ও পুলিশের যৌথবাহনী সোমবার (২০ জানুয়ারি) রাতে ওড়িশার নওপাড়া এবং ছত্তিশগডড়ের গরিয়াবন্দের সীমানায় মাওবাদীদের জড়ো হওয়ার খবর পেয়ে অভিযানে যায়। তল্লাশি অভিযানের সময় যৌথবাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে থাকেন মাওবাদীরা। পরে তাদের ঘিরে ফেলে পাল্টা জবাব দেয় যৌথবাহিনীও।

পুলিশ জানিয়েছে, সারা রাত দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ চলে। এই সংঘর্ষে ২০ মাওবাদী নিহত হয়েছেন। তবে দলে কত জন মাওবাদী ছিলেন তা স্পষ্ট নয়।

এদিকে এই অভিযানকে মাওবাদীদের বিরুদ্ধে বড় সাফল্য বলে দাবি করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি বলেন, আমাদের নিরাপত্তা বাহিনী মাওবাদীমুক্ত ভারত গড়তে আরও একটা বড় সাফল্য পেল। সিআরপিএফ, ওড়িশার এসওজি, ছত্তিশগড় পুলিশের যৌথ অভিযানে ওড়িশা- ছত্তিশগড় সীমানায় ১৪ (সংখ্যাটা ২০ হবে) মাওবাদী নিহত হয়েছেন।

মাওবাদ দমনে গত ১৯ জানুয়ারি থেকে আন্তঃরাজ্য অভিযান চালাচ্ছে ভারতীয় যৌথবাহিনী। এই বছর এখন পর্যন্ত ৪০ জনের মতো মাওবাদী নিহত হয়েছেন। এ ছাড়া গত বছর দুই শতাধিক মাওবাদী নিরাপত্তা বাহিনীর হাতে প্রাণ হারিয়েছেন।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *