ঝিকরগাছায় ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১

যশোরের ঝিকরগাছায় কভার্ড ভ্যান ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে, এক ব্যক্তি নিহত ও অপরজন গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার (২৩) শে জানুয়ারি বিকাল ৩ টার সময় উপজেলার গদখালী মঠবাড়িয়া কালী মন্দির এর সামনে এ দুর্ঘটনাটি ঘটে। এ দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী মাসরুর বিন মোর্সেদ (৩৬), ঘটনা স্থলে মৃত্যুবরণ করেন। নিহত মোর্সেদ নড়াইল জেলার সদর উপজেলার মহিষা খোলা গ্রামের সৈয়দ মোর্সেদ তৌহিদ এর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কাভার্ড ট্রাকটি ঢাকা মেট্রো ট (২৪৫৭২৮) যশোর থেকে বেনাপোলে অভিমুখে যাচ্ছিল, পথিমধ‍্যে গদখালী, মঠবাড়ি কালী মন্দির নামক স্থানে পৌঁছালে, ওপর দিক থেকে আসা মোটরসাইকেল নড়াইল ল (১১৫২৮৩) সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে, এতে মোটরসাইকেল আরোহী নিহত হন ও তার সঙ্গী নয়ন (২৮) গুরুত্বর আহত হন, তাকে উদ্ধার করে, দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন, নাভারন হাইওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) রোকনুজ্জামান রোকন এবং তিনি জানান, দুর্ঘটনার স্বীকার কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল টি জব্দ আটক করা হয়েছে এবং লাশ মর্গে পাঠানো হয়েছে।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *