জামায়াতে ইসলামী মানবিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চায়-ডাঃ শফিকুর রহমান

জয়পুরহাট জেলা জামায়াতের আয়োজনে জয়পুরহাট সার্কিট হাউস ময়দানে দীর্ঘ ১৫ বছর পর জামায়াতের কর্মী সম্মেলন জেলা জামায়াতের আমির ডা. ফজলুর রহমান সাঈদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. মো. শফিকুর রহমান।

তিনি বলেন- অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি প্রয়োজনীয় সংস্কার করেই দেশে ভোট প্রদান করার আহ্বান জানাই। মানবিক বাংলাদেশ গড়তে ক্ষুধা, বেকার, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে ভালো মানুষ তৈরি করতে হবে। বিগত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহারে মানুষ হত্যার বিচারের আহ্বান ও জানান তিনি।

ফ্যাসিস্ট আওয়ামী লীগ ব্যাপক হারে মানুষ হত্যা করেছে এ গণহত্যার বিচার করতে হবে মন্তব্য করে তিনি বলেন, মানুষের অধিকার ফিরিয়ে আনতে হবে। যারা লুণ্ঠনকারী তাদেরকে ক্ষমতায় আনা যাবে না। জামায়াত একটি মানবিক, বৈষম্যবিরোধী বাংলাদেশ গড়তে চায় সে জন্য, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে জামায়াতের বিকল্প নেই। তাই আগামীতে দুর্নীতিবাজদের আবারো ক্ষমতায় জেনে না আসতে পারে সে জন্য সজাগ থাকাতে হবে।

বিশেষ অতিথির বক্তব্য দেন- জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও বগুড়া অঞ্চল টিম পরিচালক মাওলানা মো. রফিকুল ইসলাম খান।

তিনি বলেন, স্বৈরাচার হাসিনা ছ্যাঁচড়া চোরের মত দেশ ছেড়ে ৩০০ এমপি-মন্ত্রী নিয়ে পালিয়ে গেছে। তারা মানুষের ভোটার অধিকার নষ্ট করেছে কোটি কোটি টাকা পাচার করেছে তাদের বিচার বাংলার মাটিতে হবে।

এছাড়াও সম্মেলনে বক্তব্য দেন- বগুড়া অঞ্চল টিম কেন্দ্রীয় জামায়াতের মজলিশে শুরা সদস্য মাওলানা আব্দুর রহিম, কেন্দ্রীয় শুরা সদস্য অঞ্চল টিম সদস্য মো. নজরুল ইসলাম, বগুড়া জেলা আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক, সিরাজগঞ্জ জেলা আমির শাহীনুর আলম, শহর জামায়াতের আমির মো. আবিদুর রহমান সোহেল, দিনাজপুর জেলা জামায়াতের সেক্রেটারি ড. এনামুল হক, জয়পুরহাট জামায়াতের সহকারী সেক্রেটারি মো. হাসিবুল আলম লিটন, অ্যাডভাকেট মো. মামুনুর রশিদ, এস এম রাশেদুল আলম সবুজ, সাবেক চেয়ারম্যান প্রভাষক আদর্শ শিক্ষক ফেডারেশন জয়পুরহাট জেলা শাখার সভাপতি মো. মোস্তাফিজুর রহমান, শহর আমির মো. আনোয়ার হোসেন, সদর আমির মো. ইমরান হোসেন, কালাই উপজেলা আমির মুনছুর রহমান, আক্কলপুর আমির শফিউল হাসান দিপু, পাঁচবিবি আমির ডা. মো. সুজাউল ইসলাম, জামায়াত নেতা ফেরদৌস হোসেন, ইঞ্জিনিয়ার আব্দুল বাতেন, জেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, শিবির সভাপতি জুয়েল হোসেন, সাবেক শিবির সভাপতি আব্দুল খালেক, শ্রমিক কল্যাণ ফেডারেশন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আসলাম হোসেস, ৪নং ওয়ার্ড সভাপতি শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি তাপস কুমার মন্ডল।

অনুষ্ঠান সার্বিকভাবে পরিচালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *