আশাশুনি উপজেলার নবাগত স্বাস্থ্য কর্মকর্তার সাথে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নবাগত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন উপজেলা জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ। শনিবার(১ফেব্রুয়ারি) বেলা ১১ টায় নেতৃবৃন্দ কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার,সেক্রেটারী মাওঃ আনওয়ারুল হক,অফিস সেক্রেটারী রুহুল কুদ্দুছ,শ্রমিক নেতা আমীর হামজা খোকন। এ সময় সাংবাদিক এস,এম মোস্তাফিজুর রহমান, তৌহিদুজ্জামান উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎকালে চিকিৎসাসেবা ও হাসপাতালের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। স্বাস্থ্য কর্মকর্তা হাসপাতালকে চিকিৎসা সেবায় নিবেদিত করে গড়ে তুলতে চেষ্টা করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন এবং সকলের সহযোগিতা কামনা করেন।
