কলারোয়ায় ৭দিন মেয়াদী হাঁস-মুরগি পালন প্রশিক্ষণের উদ্বোধন

“দক্ষ যুব গড়বে দেশ,বৈষম্যহীন বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২০২৪-২৫ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় সাতক্ষীরার কলারোয়ায় ৭ দিন মেয়াদী অপ্রাতিষ্ঠানিক ট্রেডে “পারিবারিক হাঁস-মুরগী পালন” বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার হেলাতলা ইউনিয়নের শুভংকরকাটি গ্রামে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার পুলোক কুমার সিকদার।
আরও উপস্থিত ছিলেন সহকারী উপজেলা যুব উন্নয়ন অফিসার মাজহারুল ইসলাম, যুব উন্নয়ন অফিসের আলমগীর হোসেনসহ ৩০জন যুব ও যুব নারী উপস্থিত ছিলেন।
বক্তব্যে প্রধান অতিথি আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ ও বেকারত্ব দূরীকরণে গুরুত্বারোপ করেন।
