শার্শায় ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

যশোরের শার্শায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোর পশ্চিম শাখার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকালে নাভারন হাসপাতাল মোড় থেকে এ র্যালি বের হয়। র্যালিতে ছাত্র শিবিরের নেতাকর্মীরা অংশ নেন। পরে র্যালিটি নাভারন সাতক্ষীরা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে ইসলামি ছাত্রশিবির যশোর জেলা পশ্চিম শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুন বলেন, স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের ক্যাম্পাসসমূহের অরাজক পরিস্থিতিতে এক ঐতিহাসিক চাহিদা পূরণের লক্ষ্যে ১৯৭৭ সালের ৬ই ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে ছয়জন ভাইয়ের সমন্বয়ে যে কাফেলা যাত্রা শুরু করেছিল, তা আজ মহিরুহে পরিণত হয়েছে। ইসলামী ছাত্রশিবিরের গঠনমূলক ও শিক্ষার্থী-বান্ধব কার্যক্রম ছাত্রদের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ঘুণে ধরা এই সমাজব্যবস্থায় নৈতিকতা সমৃদ্ধ জাতি গঠনের লক্ষ্যে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরির (ভিশন) নিয়ে এ সংগঠন কাজ করে যাচ্ছে। দীর্ঘ এ পথচলায় আমাদের গতিরোধ করতে বাতিল সর্বশক্তি প্রয়োগ করেছে এবং শত শত শহীদের রক্তে বাংলার সবুজ চত্বর রঞ্জিত হয়েছে। শত নির্যাতনের পরেও এই কাফেলার সাথী সংখ্যা কমেনি। আমরা মৃত্যুকে আলিঙ্গন করতে প্রস্তুত, কিন্তু যুলুমের সঙ্গে আপস করতে শিখিনি। তাই হেরার আলোকে উদ্ভাসিত এই কাফেলা মুক্তির মঞ্জিলে ছুটে চলবে বিরামহীন ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন, শিক্ষাব্যবস্থার উন্নয়ন ও আধুনিকীকরণে অন্তর্ভুক্তিমূলক স্বাধীন শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে। জুলাই গণহত্যা, ২০০৬ সালের ২৮ শে অক্টোবর, পিলখানা ও শাপলা চত্ত্বর হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচারকার্য দ্রুত শেষ করতে হবে। সাধারণ শিক্ষার্থীদের দাবি দ্রুত সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান সমূহে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। জুলাই আগষ্টের অভ্যুত্থানে শহীদ ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রধান এবং আহতদের যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে। দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার ভিতর নিয়ে আসতে হবে এবং সকল ধরনের সিন্ডিকেট ভেঙে দিতে হবে। রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকা ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক করে দেশে আইনের শাসন নিশ্চিত করতে হবে। বিগত ১৫ বছরের দায়ের ক্রীত সকল রাজনৈতিক মামলা প্রত্যাহার ও রাজবন্দীদের মুক্তি দিতে হবে। ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রথম সভাপতি এ টি এম আজহারুল ইসলাম ভাইয়ের মিথ্যা মামলায় জালিমরা এক যুগে বেশি কারাগারে আবদ্ধ রাখা আজহারুল ইসলামকে নিঃশর্তে মুক্তির দাবি জানান তিনি।
ছাত্রশিবির যশোর জেলার অফিস সম্পাদক খালিদ ইবনে খলিলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ছাত্রশিবির যশোর জেলার সাবেক সভাপতি হাফেজ রেজাউল ইসলাম, ইসলামি ছাত্রশিবিরের যশোর জেলা সেক্রেটারি ইসমাইল হােসেন, শার্শা উপজেলা ইসলামি ছাত্রশিবির সভাপতি আবুজার, বেনাপোল সভাপতি মাহাদী হাসান, ঝিকরগাছা সভাপতি জাহিদুল ইসলাম, চৌগাছার হাফেজ মেহেদী প্রমুখ।
